হরপ্পা
১.
টেরাকোটার গাভী, বাতাসে ছড়িয়ে দিচ্ছে হাম্বা ডাকগুলো
শুনতে পাচ্ছ না?
ওলানে আসছে দুধ। মুখে ডাক
এই ডাক চিরায়ত স্তনের প্রতিভা
চলো ওর বাছুরটি খুঁজে আনি আমাদের গোয়াল ঘর থেকে
২.
রাভি নদী; দিনের সমস্ত আলো পা ধুয়ে জলে ফিরে যাচ্ছে
সন্ধ্যার দিকে
রমণীরা জল নিচ্ছে
কিছু আলো জলে মিশে ঢুকে যাবে কলসিতে
নগরের পুরুষরা পান করবে এই জল
ঢেলে দেবে কলসিতে আলোর প্রতিভা
৩.
হেসে উঠছে যুদ্ধাস্ত্রগুলো। হাসি থেকে পাখা
মেলছে কান্নার আওয়াজ
কান্নারও ডানা আছে!
ডানায় চেপেছে বসে রাষ্ট্রপুঞ্জের কয়েকজন
ক্লাউন ও ভাঁড়
উড়ে আসছে হরপ্পা থেকে ওরা মায়ানমার অবধি
৪.
পাথরের গায়ে সম্রাট ছবি হয়ে আছেন, নাক মুখ
অবিকল শক্ত চোয়াল
সম্রাটের চোখের পাতা কাঁপল কী!
চেয়ে আছি; আমি তো অবাক!
সম্রাটের চোখে চেয়ে আমার চোখের তারা নড়ছে না
সম্রাজ্ঞী এই মুহূর্ত এসে দেখো
আমিও এক সম্রাট পাথর মূর্তি
৫.
পিঁপড়েরা মুখে করে খাদ্য সংগ্রহ করে নিয়ে যাচ্ছে
‘আমারও উদর আছে’ এই কথা
মনে করে দেবার জন্য পিঁপড়েদের ধন্যবাদ
রান্নার চাল থেকে প্রতিদিন একমুঠো চাল
মা উঠিয়ে রাখতেন একটি মাটির হাড়িতে
আমাদের মাটির হাড়িটি হরপ্পার শস্য-সংরক্ষণাগার
৬.
চাকাওয়ালা গরুটানা গাড়ি। যুবরাজ আসছেন
হাটের মধ্যে এক গুঞ্জন
যব কিংবা গমের বিনিময়ে কার্পাস
মশলার বিনিময়ে নিয়ে যাচ্ছেন কেউ পোড়ামাটির বাসনকোসন
মনের বিনিময়ে তাহলে কী মন!
শস্য বেচতে আসা কৃষককন্যাটি মন হারিয়েছে
এক গরুর গাড়িতে
৭.
সিন্ধুলিপি ভেতর যে মেয়েটি আটকা পড়েছে
সে আমার দিদি আর আমি তার গতজন্মে ছোট ভাই
দিদি আমাকে তার হাজার বছর দূরের
কথাগুলো বলতে চায়
কথাগুলো শ্যামাপোকা; শ্যামাপোকাগুলো উড়ে আসে
রঙিন বিকেল গায়ে ধূসর বিষাদ
প্রান্তরে গান করে নিঃসঙ্গ পাখি এক
পাখি ওর সঙ্গীকে সিন্ধুলিপির ওপারে হারিয়ে এসেছে
এক প্রত্নপ্রেমিকের ব্যাপ্তি ও অভিক্ষেপের প্রকাশ অনবদ্য চিত্রলতায় ফুটে উঠেছে। খুব ভালো লাগলো ।
ReplyDeleteধন্যবাদ, পাঠ ও মন্তব্যের জন্য।
Deleteসবকটি কবিতাই ভাল আর "নগরের পুরুষেরা পান করবে এই জল "।
ReplyDeleteধন্যবাদ, পাঠ ও মন্তব্য রাখার জন্য।
Deleteএইতো সিভিলাইজেশন!
ReplyDeleteভালোবাসা, শানু।
Deleteএই সভ্যতা আমার স্বপ্নে স্থান পেল।। আমি দিন দিন আপনার ভক্ত হয়ে উঠছি কবি ।।
ReplyDelete৭ কবিতাটি আমার বিশেষ ভালো লাগলো ...
ধন্যবাদ, Anikesh । ভালোবাসা...
ReplyDeleteভালো লাগলো কবি।
ReplyDeleteধন্যবাদ, হাসিবুল।
Deleteকবিতাগুলো কবিতার এই দুই লাইনের মতোই সত্য-
ReplyDelete"রঙিন বিকেল গায়ে ধূসর বিষাদ
প্রান্তরে গান করে নিঃসঙ্গ পাখি এক"
খুব ভালো লেখা প্রতিটি। মনহরা।
ধন্যবাদ, পলাশ।
Deleteখুব ভালো লাগলো,প্রিয় কবি
ReplyDeleteভালোবাসা।
Deleteখুব ভালো লাগলো,প্রিয় কবি
ReplyDeleteভাল লাগল কবিতাগুলি
ReplyDeleteশুভ কামনা জানাই।
Deleteঅসামান্য সব কবিতা।জিও মাসুদার।
ReplyDeleteধন্যবাদ।
Deleteআপাত সরল এই কবিতাগুলির ভেতর লুকিয়ে আছে এক আলাদা ব্যাঞ্জনা, সমাজ ও সভ্যতার চেতনা। অসাধারণ
ReplyDeleteধন্যবাদ। পড়েছেন ও মন্তব্য করেছেন এ জন্য। শুভ কামনা।
Deleteআসলে কবি মাসুদারের কবিতায় মূলতঃ আপাত সারল্যের মধ্যে থাকে যাপনের নিগূঢ় সত্য। তাই আমাদের এতো ভালো লাগে। শুভেচ্ছা অন্তহীন মাসুদার ভাই।
Deleteভীষণ ভালো লাগলো কবিতাগুলো। আপনার লেখার আমি সবসময়ই ভক্ত... এককথায় অনবদ্য ।
ReplyDeleteধন্যবাদ। পড়েছেন, এই আনন্দ আমার।
ReplyDeleteখুব ভালো লাগলো লেখা গুলো ।
ReplyDeleteএই প্রথম পড়লাম ।
আরও পড়ার অপেক্ষায় রইলাম ।
ধন্যবাদ।
Deleteমুগ্ধ। অত্যন্ত পরিণত কবিতা।
ReplyDeleteকবিতাগুলোর ভেতর চোরা টান অনুভব করছি। তাই আবার পড়লাম। খুব ভালো লাগল।
ReplyDeleteধন্যবাদ।
DeleteThis comment has been removed by the author.
Deleteআশ্চর্য রকমের ভালো লাগল প্রিয় কবি। প্রাগৈতিহাসিক কাল আর বর্তমান যেন হাত ধরাধরি করে এগিয়ে চলল। একটা অদ্ভুত ভালো লাগা রিনরিন করে বেজে চলল অনেক অনেকক্ষণ।
ReplyDeleteধন্যবাদ, যুগান্তর'দা।
Delete"দিদি আমাকে তার হাজার বছর দূরের
ReplyDeleteকথাগুলো বলতে চায়
কথাগুলো শ্যামাপোকা; শ্যামাপোকাগুলো উড়ে আসে
রঙিন বিকেল গায়ে ধূসর বিষাদ
প্রান্তরে গান করে নিঃসঙ্গ পাখি এক
পাখি ওর সঙ্গীকে সিন্ধুলিপির ওপারে হারিয়ে এসেছে"
অদ্ভুদ ভালোলাগা।সবকটাই।
ভালোবাসা। @Souvik
Deleteআপনার কবিতায় এক অমোঘ টান থাকে যা এড়ানো যায় না, এক্ষেত্রেও উপলব্ধির ব্যতিক্রম হয়নি দাদা। আপনার কবিসত্ত্বাকে প্রণাম আর কবিতাটিকে ভালোবাসা জানাচ্ছি।
ReplyDeleteশম্পা, অনেক সুভেচ্ছা।
Deleteআহা!সবগুলোই বড় ভাল লাগলো। বাক এর গত সংখ্যায় আপনার কবিতা প্রথম পড়ি,দারুণ লেগেছে সেসব কবিতাও,মন্তব্য করা হয়নি।আবার পড়ে জানাবো।আপনার কবিতায় এক অমোঘ টান আছে যা আমার মত অলস পাঠককেও পড়িয়ে নেয়।খুব ভালো থাকুন-এই শুভকামনা।
ReplyDeleteধন্যবাদ। আপনার কথায় আনন্দ হল। শুভ কামনা।
Deleteমাসুদার রহমানের কবিতায় একটাই মাদকতা আছে, টেনে নিয়ে যায়, সুদূরে - গভীরে।
ReplyDeleteএকটা
Deleteধন্যবাদ, আপনার পাঠ ও মন্তব্যের জন্য। শুভেচ্ছা।
Deleteamaader matir haaRiti Harappar sashyo-sangrokkhanagaar / haasi theke pakha melche kaannar aawaj/ aamar-o udar aache ei katha mone koriye debaar janyo pipReder dhanyobaad ...dhyonyobaad Maudaar ,emon anuvab aankaar janyo
ReplyDeleteধন্যবাদ, পাঠ ও মন্তব্যের জন্য।
Deleteখুব ভাল লাগল ।কবিকে অভিনন্দন জানাই ।
ReplyDeleteধন্যবাদ, পাঠ ও মন্তব্যের জন্য।
Delete