বাক্‌ ১১৫ ।। হরপ্পা ।। মাসুদার রহমান




হরপ্পা
১.

টেরাকোটার গাভী, বাতাসে ছড়িয়ে দিচ্ছে হাম্বা ডাকগুলো
শুনতে পাচ্ছ না?

ওলানে আসছে দুধ। মুখে ডাক
এই ডাক চিরায়ত স্তনের প্রতিভা

চলো ওর বাছুরটি খুঁজে আনি আমাদের গোয়াল ঘর থেকে

২.

রাভি নদী; দিনের সমস্ত আলো পা ধুয়ে জলে ফিরে যাচ্ছে
সন্ধ্যার দিকে

রমণীরা জল নিচ্ছে
কিছু আলো জলে মিশে ঢুকে যাবে কলসিতে

নগরের পুরুষরা পান করবে এই জল
ঢেলে দেবে কলসিতে আলোর প্রতিভা

৩.

হেসে উঠছে যুদ্ধাস্ত্রগুলো। হাসি থেকে পাখা
মেলছে কান্নার আওয়াজ

কান্নারও ডানা আছে!

ডানায় চেপেছে বসে রাষ্ট্রপুঞ্জের কয়েকজন
ক্লাউন ও ভাঁড়
উড়ে আসছে হরপ্পা থেকে ওরা মায়ানমার অবধি

৪.

পাথরের গায়ে সম্রাট ছবি হয়ে আছেন, নাক মুখ
অবিকল শক্ত চোয়াল

সম্রাটের চোখের পাতা কাঁপল কী!
চেয়ে আছি; আমি তো অবাক!
সম্রাটের চোখে চেয়ে আমার চোখের তারা নড়ছে না

সম্রাজ্ঞী এই মুহূর্ত এসে দেখো
আমিও এক সম্রাট পাথর মূর্তি


৫.

পিঁপড়েরা মুখে করে খাদ্য সংগ্রহ করে নিয়ে যাচ্ছে

আমারও উদর আছেএই কথা
মনে করে দেবার জন্য পিঁপড়েদের ধন্যবাদ

রান্নার চাল থেকে প্রতিদিন একমুঠো চাল
মা উঠিয়ে রাখতেন একটি মাটির হাড়িতে

আমাদের মাটির হাড়িটি হরপ্পার শস্য-সংরক্ষণাগার



৬.

চাকাওয়ালা গরুটানা গাড়ি। যুবরাজ আসছেন
হাটের মধ্যে এক গুঞ্জন

যব কিংবা গমের বিনিময়ে কার্পাস
মশলার বিনিময়ে নিয়ে যাচ্ছেন কেউ পোড়ামাটির বাসনকোসন

মনের বিনিময়ে তাহলে কী মন!


শস্য বেচতে আসা কৃষককন্যাটি মন হারিয়েছে
এক গরুর গাড়িতে


৭.

সিন্ধুলিপি ভেতর যে মেয়েটি আটকা পড়েছে
সে আমার দিদি আর আমি তার গতজন্মে ছোট ভাই

দিদি আমাকে তার হাজার বছর দূরের
কথাগুলো বলতে চায়
কথাগুলো শ্যামাপোকা; শ্যামাপোকাগুলো উড়ে আসে

রঙিন বিকেল গায়ে ধূসর বিষাদ
প্রান্তরে গান করে নিঃসঙ্গ পাখি এক
পাখি ওর সঙ্গীকে সিন্ধুলিপির ওপারে হারিয়ে এসেছে

45 comments:

  1. এক প্রত্নপ্রেমিকের ব্যাপ্তি ও অভিক্ষেপের প্রকাশ অনবদ্য চিত্রলতায় ফুটে উঠেছে। খুব ভালো লাগলো ।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ, পাঠ ও মন্তব্যের জন্য।

      Delete
  2. সবকটি কবিতাই ভাল আর "নগরের পুরুষেরা পান করবে এই জল "।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ, পাঠ ও মন্তব্য রাখার জন্য।

      Delete
  3. এইতো সিভিলাইজেশন!

    ReplyDelete
  4. এই সভ্যতা আমার স্বপ্নে স্থান পেল।। আমি দিন দিন আপনার ভক্ত হয়ে উঠছি কবি ।।
    ৭ কবিতাটি আমার বিশেষ ভালো লাগলো ...

    ReplyDelete
  5. ধন্যবাদ, Anikesh । ভালোবাসা...

    ReplyDelete
  6. কবিতাগুলো কবিতার এই দুই লাইনের মতোই সত্য-
    "রঙিন বিকেল গায়ে ধূসর বিষাদ
    প্রান্তরে গান করে নিঃসঙ্গ পাখি এক"

    খুব ভালো লেখা প্রতিটি। মনহরা।

    ReplyDelete
  7. খুব ভালো লাগলো,প্রিয় কবি

    ReplyDelete
  8. খুব ভালো লাগলো,প্রিয় কবি

    ReplyDelete
  9. ভাল লাগল কবিতাগুলি

    ReplyDelete
  10. অসামান্য সব কবিতা।জিও মাসুদার।

    ReplyDelete
  11. আপাত সরল এই কবিতাগুলির ভেতর লুকিয়ে আছে এক আলাদা ব্যাঞ্জনা, সমাজ ও সভ্যতার চেতনা। অসাধারণ

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ। পড়েছেন ও মন্তব্য করেছেন এ জন্য। শুভ কামনা।

      Delete
    2. আসলে কবি মাসুদারের কবিতায় মূলতঃ আপাত সারল্যের মধ্যে থাকে যাপনের নিগূঢ় সত্য। তাই আমাদের এতো ভালো লাগে। শুভেচ্ছা অন্তহীন মাসুদার ভাই।

      Delete
  12. ভীষণ ভালো লাগলো কবিতাগুলো। আপনার লেখার আমি সবসময়ই ভক্ত... এককথায় অনবদ্য ।

    ReplyDelete
  13. ধন্যবাদ। পড়েছেন, এই আনন্দ আমার।

    ReplyDelete
  14. খুব ভালো লাগলো লেখা গুলো ।
    এই প্রথম পড়লাম ।
    আরও পড়ার অপেক্ষায় রইলাম ।

    ReplyDelete
  15. মুগ্ধ। অত্যন্ত পরিণত কবিতা।

    ReplyDelete
  16. কবিতাগুলোর ভেতর চোরা টান অনুভব করছি। তাই আবার পড়লাম। খুব ভালো লাগল।

    ReplyDelete
  17. আশ্চর্য রকমের ভালো লাগল প্রিয় কবি। প্রাগৈতিহাসিক কাল আর বর্তমান যেন হাত ধরাধরি করে এগিয়ে চলল। একটা অদ্ভুত ভালো লাগা রিনরিন করে বেজে চলল অনেক অনেকক্ষণ।

    ReplyDelete
  18. "দিদি আমাকে তার হাজার বছর দূরের
    কথাগুলো বলতে চায়
    কথাগুলো শ্যামাপোকা; শ্যামাপোকাগুলো উড়ে আসে

    রঙিন বিকেল গায়ে ধূসর বিষাদ
    প্রান্তরে গান করে নিঃসঙ্গ পাখি এক
    পাখি ওর সঙ্গীকে সিন্ধুলিপির ওপারে হারিয়ে এসেছে"
    অদ্ভুদ ভালোলাগা।সবকটাই।

    ReplyDelete
  19. আপনার কবিতায় এক অমোঘ টান থাকে যা এড়ানো যায় না, এক্ষেত্রেও উপলব্ধির ব্যতিক্রম হয়নি দাদা। আপনার কবিসত্ত্বাকে প্রণাম আর কবিতাটিকে ভালোবাসা জানাচ্ছি।

    ReplyDelete
  20. আহা!সবগুলোই বড় ভাল লাগলো। বাক এর গত সংখ্যায় আপনার কবিতা প্রথম পড়ি,দারুণ লেগেছে সেসব কবিতাও,মন্তব্য করা হয়নি।আবার পড়ে জানাবো।আপনার কবিতায় এক অমোঘ টান আছে যা আমার মত অলস পাঠককেও পড়িয়ে নেয়।খুব ভালো থাকুন-এই শুভকামনা।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ। আপনার কথায় আনন্দ হল। শুভ কামনা।

      Delete
  21. মাসুদার রহমানের কবিতায় একটাই মাদকতা আছে, টেনে নিয়ে যায়, সুদূরে - গভীরে।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ, আপনার পাঠ ও মন্তব্যের জন্য। শুভেচ্ছা।

      Delete
  22. amaader matir haaRiti Harappar sashyo-sangrokkhanagaar / haasi theke pakha melche kaannar aawaj/ aamar-o udar aache ei katha mone koriye debaar janyo pipReder dhanyobaad ...dhyonyobaad Maudaar ,emon anuvab aankaar janyo

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ, পাঠ ও মন্তব্যের জন্য।

      Delete
  23. খুব ভাল লাগল ।কবিকে অভিনন্দন জানাই ।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ, পাঠ ও মন্তব্যের জন্য।

      Delete