বাক্‌ ১১৫ ।। বিশ্বরূপ বিশ্বাস


।।দেখিনি শুক্তি। দেখিনি স্মারক পতাকা।।
 .
।। ১।।
দৌড়ে শুয়ে পড়া হাঁটুর গায়ে ভীষণ জ্বর। আপত্তি ল্যাঙটো হ'লে মানুষ প্যান্ট খুলতে থাকে। 
শরীরের চাঁদে যে লুটপাট আকার। হাওয়া। তা মুঠোভরা রঙ নয়। দোসরের তট নয়। নয় রোদ।

তলিয়ে গিয়েছে বেহুঁশ জায়গার নামে। কোণে কোণে সুতো ছেঁড়ে। চোয়াল ফেটে যায়। প'ড়ে
 
গেলে পাশাপাশি সংলগ্ন ঝুঁকি। উঁকি দিয়ে দেখে নেয় ঝিনুকের শাদা। কালো কালো যন্ত্রের ইঞ্জিন।

জীবনের অনুসার জীবনকে জানছে না। নাকছাবি বেছে বেছে মাঠধান কই। যোনিপথ কই।
 
সই-সখী হওয়া মেয়েগুলো অভ্যেসে কাঙাল। শাড়ি রেখে চ'লে যায়। ব্লাউজ রেখে চ'লে যায়।
 
ব্রা রেখে চ'লে যায়। আপেল খায় না।

চওড়ায় ঘুরে আসি। চূড়া ছুঁই না। ভোরবেলা তাঁবু ধ'রে। শক নিচ্ছে মাটি। গাছের সমতল।
 
ডাল থেকে ডালে ছ'ড়িয়ে প'ড়ছে। গাছের নাকচোখ। শিকড়-বাকড়ের সবুজ। চমকের বিদ্যুত।

আলগা শব্দগুলি ভোগদেহ পায়। চুপ করা শব্দের পিল থাকে না। ঘোড়া থাকে না। যা কিছু
 
দাপিয়ে যায়। দাপটে কাঁপিয়ে যায়। সব-ই পিনাকের ধ্বনি। আওয়াজের অল্পস্বল্প অনুমান।

ফড়িঙের অভিমান। ফড়িঙের পোড়াদাগ। নিখুঁত। রওনায় র'য়েছে পিঠ। ডানার কসমে। কি চাদর
 
রকেটে নেবে। কি আদর সওয়ারি পাবে। পয়সা দিয়ে কিনে নিলেও। ঠিকঠাক বোঝা যায় না।।

।।২।।
দোতারার পূর্ণিমা। কতদূর গিয়ে যৌনতার মডেল পাবে। সোনালী মেডেল পাবে। তুই
যদি জানতে চাস। ফালতু পৃথিবীর নীচে দাঁড়িয়ে না থেকে। আকাশের আমন্ত্রণ নে।

বরং ফুরিয়ে আসছে চিরটাশ্লেষ। আমাকে বিকল্প ভেবে গাছগুলো কাছে নেবে মানুষের
জরায়ুরপথ। আমি যে পৃথিবীতে বসবাস ক'রি। তার চোরারস শুকিয়ে আসছে।

অপলক গগলসে দেখি যার চোখ। তার ইশারা খেয়ে বেঁচেবর্তে আছি আমি এতো
সমারোহে। আমাকে ঘর দেবে। আমাকে সংসার দেবে। এমন সোনারমেয়ে নেই দুনিয়াতে।

বিলগ্ন মরশুমের ঘোড়া কিনে সে। মুকুট ফেলেছে ছুড়ে পাহাড়ের উপর। কালো
কালো পাথরের উপর। সীমান্ত হরিণেরা জঙ্গলে গিয়ে। পাইনি স্বভাব তার জঙ্গলী হবার।

শাড়িতে ছাই মেখে কি লাভ বলো ভালো না বেসে। নাভির কুয়োতে শুঁয়োপোকার দংশন ম'নে
রাখে কেউ। সাধের আহীরী পোড়ে আহ্লাদও পোড়ে। টিকে যায় বেশীদিন হাইতোলা মাই।

উকড়ে গিয়ে হিমশিম কণ্ঠনালীর মধ্যে। ১টা মাঝপথ। ১টা মাঠঘাট। ১টা মেয়েরবুক। ১টা
শবদেহ। কি সমীহে ডিঙিয়ে আমি। গুন্ডার ছুরির দিয়ে কেটে ফেলি লাশ। ধানের হলুদাচ্ছন শীষ।

দেখিনি শুক্তি। দেখিনি স্মারক পতাকা। নিজেকে ম'জিয়ে নিয়ে আমি যে কেমন
আছি। ভালো আছি না খারাপ আছি। নিজে-ই ঠাওর ক'রতে পারছি না।।

                                                                               (চিত্রঋণ : Pablo Picasso)

18 comments:

  1. 2 অনবদ্য .... বেশ লাগল

    ReplyDelete
  2. পড়েছি ভাই। ২ ঠিকঠাক।

    ReplyDelete
  3. আজন্ম শখের প্রতিভা পুঁতে যাও, ভাষার জিভে

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ।।মুগ্ধ।। ধন্যবাদ দাদা।।

      Delete
  4. ভালো হয়েছে।

    ReplyDelete
  5. ভালো হয়েছে।

    ReplyDelete
  6. ভালো হয়েছে।

    ReplyDelete
  7. 2 no kobitar ses char line khub valo laglo ... aar prothom kobitar foring angshoti bes bhalo

    ReplyDelete