কবরখানা
হাওয়া- শরীর নেই এমন
প্রেমের। অথচ শাড়ি পুড়ে যাওয়া বাগানের
পাশেই পড়ে আছে রোদমাখা ইঁদুর-টপ্পা গানের মতোই। যেন কী বলে
উড়ে যাচ্ছে হালকা আকাশে।
পাশেই পড়ে আছে রোদমাখা ইঁদুর-টপ্পা গানের মতোই। যেন কী বলে
উড়ে যাচ্ছে হালকা আকাশে।
তাকিয়ে থাকা মেয়ে-চোখের
দুলুনি নিয়ে কারখানার পাশে, জমা করে
অজস্র আঙুল। যেন মানুষের ভেতর- মানুষের এই সেলাই করার শব্দ!
অজস্র আঙুল। যেন মানুষের ভেতর- মানুষের এই সেলাই করার শব্দ!
কতো কী জোড়া লাগে- কতো ভাঙা
ঘোড়ার মুখ। আর ওপার আকাশ-
প্রসারিত হতে থাকে তার সন্ধ্যা ধ্বনি…
প্রসারিত হতে থাকে তার সন্ধ্যা ধ্বনি…
(চিত্রঋণ : Layla Nowras)
No comments:
Post a Comment