বাক্‌ ১১৫ ।। নাহিদ ধ্রুব




বিষাদবায়ুর ছায়া

সঙ্গমস্মৃতি হইতেছে এমন একটা শয়নঘর,
আমাদের শরীরাংশ তুলার মতন পলকা
ছায়া মাড়ায়ে দিতেছে ঢেউতোলা বেদনা,
আমরা ধস্তাধস্তি করিতেছি, মেলিয়া ধরতেছি
তুফান, কলিজায় আগ্নেয়গিরি, সন্তাপী সোপান
এইসব অনুভূতির পর জাগিতেছে বর্তমান,
তোমারে ভোগ করিতেছে তোমার স্বামী
আমি করিতেছি বেশ্যাগমন, সঙ্গমস্মৃতি এমন
আমি কিছুতেই তোমার অনুভূতি পাইতেছি না।


জীবনলিপি

এই বিপুল জনগোষ্ঠী চায় দুইটা কুত্তার বাচ্চা
তার ঘর পাহারা দিক, কুইকুই শব্দ করিয়া
লেজ নাড়ায়ে ঘুরিয়া বেড়াক চারিপাশে
সমস্ত লজ্জারে বিসর্জন দিয়া সেক্স করিবে
পক্ষান্তরে তাদের কাম উত্তেজনা হইলে
নিজস্ব ডগি স্টাইলে ফিরিয়া যাইবে, তারা
ক্রমেক্রমে সুখ খুঁজিয়া লইবে এবং বাড়িবে
তাদের বংশ এই লীলা সাঙ্গ হইয়া গেলে
নাকের ভেতর কেউ ভরিয়া দিবে তুলার ছিপি
জনগোষ্ঠী চায় এই কুত্তার বাচ্চা জীবনলিপি!


প্রতিশোধ

তোমারে মেলিয়া ধরিবো যেদিন
জনমিতির পরিমাপে
একটা একটা বোতাম খুলিয়া পড়িবে
বেদানার মতন পাতে।
তুমি উলঙ্গ হইবে পাইপগান মুখে নিয়ে
ইন্টারনেটে ছড়ায়ে যাবে তুমি
মুঠোফোনে মুঠোফোনে তুমি আর আমি
সঙ্গম করিবো অবলীলাক্রমে।
আমরা ক্লান্ত হইবো না
বাধা আসিবে না কোন দুঃস্পর্শ হইতে
তোমারে মেলিয়া ধরিবো আমি
নিষিদ্ধ এক কলিজার সন্নিকটে!

                                                (চিত্রঋণ : Max Beckmann: Vampir)

No comments:

Post a Comment