বিষাদবায়ুর ছায়া
সঙ্গমস্মৃতি হইতেছে এমন — একটা শয়নঘর,
আমাদের শরীরাংশ তুলার মতন পলকা —
ছায়া মাড়ায়ে দিতেছে ঢেউতোলা বেদনা,
আমরা ধস্তাধস্তি করিতেছি, মেলিয়া ধরতেছি
তুফান, কলিজায় আগ্নেয়গিরি, সন্তাপী
সোপান —
এইসব অনুভূতির পর জাগিতেছে বর্তমান,
তোমারে ভোগ করিতেছে তোমার স্বামী —
আমি করিতেছি বেশ্যাগমন, সঙ্গমস্মৃতি এমন —
আমি কিছুতেই তোমার অনুভূতি পাইতেছি না।
জীবনলিপি
এই বিপুল জনগোষ্ঠী চায় দুইটা কুত্তার বাচ্চা
তার ঘর পাহারা দিক, কুইকুই শব্দ করিয়া
লেজ নাড়ায়ে ঘুরিয়া বেড়াক চারিপাশে —
সমস্ত লজ্জারে বিসর্জন দিয়া সেক্স করিবে
পক্ষান্তরে তাদের কাম উত্তেজনা হইলে —
নিজস্ব ডগি স্টাইলে ফিরিয়া যাইবে, তারা
ক্রমেক্রমে সুখ খুঁজিয়া লইবে এবং বাড়িবে
তাদের বংশ — এই লীলা সাঙ্গ হইয়া গেলে
নাকের ভেতর কেউ ভরিয়া দিবে তুলার ছিপি
জনগোষ্ঠী চায় এই কুত্তার বাচ্চা জীবনলিপি!
প্রতিশোধ
তোমারে মেলিয়া ধরিবো যেদিন
জনমিতির পরিমাপে —
একটা একটা বোতাম খুলিয়া পড়িবে
বেদানার মতন পাতে।
তুমি উলঙ্গ হইবে পাইপগান মুখে নিয়ে
ইন্টারনেটে ছড়ায়ে যাবে তুমি —
মুঠোফোনে মুঠোফোনে তুমি আর আমি
সঙ্গম করিবো অবলীলাক্রমে।
আমরা ক্লান্ত হইবো না —
বাধা আসিবে না কোন দুঃস্পর্শ হইতে
তোমারে মেলিয়া ধরিবো আমি
নিষিদ্ধ এক কলিজার সন্নিকটে!
(চিত্রঋণ : Max Beckmann: Vampir)
No comments:
Post a Comment