বাক্‌ ১১৫ ।। মাজহার সরকার




দুর্গা

ছোটবেলায় বাবার আঙুলে ধরে মণ্ডপে গিয়েছিলামদুর্গার ক্ষমাহীন হাতে ওই লোকটা মাটিতে পড়ে উজ্জ্বল মুখরা মহিলাদের দীপ্র উলুধ্বনিতে শুয়ে পড়েছিলবাবা ওই লোকটা কে? শয়তানের থুথু মুখে, সলাজ শ্যাওলার অসুর কোন দীর্ঘ তিরস্কৃত অন্ধকার! দুর্গার হাত গুণে প্রার্থনার বহু ব্যবহার ঘুরে মানুষের কোমল মনে, ছেলেরা নাচছিলআমি দেখতে পাচ্ছিনা বাবা, দেখতে পাচ্ছিনা

বাবা এবার আমাকে তার কাঁধে তুলে নিলেনএবার স্পষ্ট হলো দুর্গার স্তন, যেন দুই দুইটা গোলাপ ঠিকমতো ফুটতে না পারার কষ্ট থেকে মুক্তি পেলোঅনেক আলো নিভিয়ে জ্বলে আছে একমাত্র গভীর নাভির নদ, ওখান থেকে আলো আসে, যেন উড়ে গেলো এক লক্ষ একটা শুভ্র কবুতরচোখের কোণে ঝকমক করছে তীক্ষ্ণ ত্রিফলাজায়নামাজে বসা নবীন নামাজি আমি সালাম ফেরাতেই দেখতে পেলাম দুর্গার উরু, লাল চোখ মুখআমার ভালো লেগে গেলোদুর্গা দুর্গা, চাঁদের শরীর ভেঙে ঝরে পড়ছে আলোহাত তুলে দুর্গা ডাকছেন, আয় আয়!



জুবি ভাবী

টাকা হাতে এলেই চলে যাবো জুবি ভাবীর কাছেধনেপাতার ভর্তা দিয়ে এক প্লেট ভাত খেয়ে বোতলের ছিপিটা ক্যাড়েৎ করে খুলবোচারদিকে প্রজাপতি উড়বেআমি নাচবোজুবি ভাবীর ধার ঘেঁষে গাইবো সব হারানোর গানপ্রজাপতি উড়বে, দুই স্তন থেকে নেমে আসবে দুই ঝরণাহরিণ, দুটা বাচ্চা হরিণ আমার কোলে এসে খেলবে তিরিং তিরিংএবার টাকা হাতে এলেই চলে যাবো ভবানীপুরহলুদ বেবিট্যাক্সিতে দুলতে দুলতে রাত হয়ে আসবেগভীর, হাজার বছরের সেরা আচোদা রাতটাকা এলেই ভুলে যাবো পাওনাদারের নামটাকা এলেই চোখ পল্টি, জুবি ভাবী জুবি ভাবী! তরকারিতে ঝাল বেশিজুবি ভাবী, তোমার পেট শান্তির পিলারটাকা হাতে এলেই এবার ভাড়ায় খাটাবো নাভি


                                                                             (চিত্রঋণ : Otto Müller)

2 comments:

  1. মাজহারভাই,মুগ্ধ ভালোবাসা।
    ❤🌷❤

    ReplyDelete
  2. যেন দুটো বাচ্চা হরিণ, তিরিং তিরিং...

    ReplyDelete