এপিটোম
এপিটোম
খুলে রাখছি
দু’টো চুম্বক বাসা বাঁধবার আগে মৃত্তিকা
সন্তরণের নিয়ম। তোমার
বিদ্যুত।
না তড়িৎ
ধুঁকছে
বেহায়া
লাগামের উর্বরে
এই যে
জরির কাপড় ভেসে যাচ্ছে পুকুরে
তাকে উলঙ্গ
বলে ডাকবে না কেউ
আলতাফ
খোসায় উড়ে যাচ্ছে ক্ষুধার্ত এওলাস
আমরা বাঁচি।
আমরা ছিঁড়ি।
নিজের মতন করে।উৎসব।
আর স্বপ্নকে বাল ভেবে
গুঁজে রাখি রঙীন আলতাফের কাগজে
আজহার
পাতা দু'খানি বাইপাস।
সমূহ টর্কের গণনা নিয়ে নড়ে যাচ্ছে
নীল কন্ঠের শাখা
সমূহ টর্কের গণনা নিয়ে নড়ে যাচ্ছে
নীল কন্ঠের শাখা
ইটভাঁটার রোদ। পুড়ে যাচ্ছে একান্ত চামড়ার চুল্লীতে।
কেরোসিন তেলের লাইনে ভাসছে ত্রিসীমানার অন্ধকার।
নির্ভীক ঘাস যেভাবে পড়ছে মেঘের আজহারে
ব্যারিটোনিক শরৎমন্তাজ
ফ্ল্যাশব্যাক
সসের কারখানায় শুনছি
টমেটো ফাটার শব্দ
কিষাণের ফ্ল্যাশব্যাক
ধাক্কা লেগে ফিরে
আসছে
প্রগতির গর্ভপাউচে
কড়া ছকের ইমেজ
কেতরে যাচ্ছে উপাদানে
কুকুরটা নখের আঁচড়ে আঁকছে গুঁড়ির টোটেম
(চিত্রঋণ : Otto
Müller)
।।প্রতিটা লেখাই চরম চমকপ্রদ।।
ReplyDelete।।প্রতিটা লেখাই চরম চমকপ্রদ।।
ReplyDeleteফ্ল্যাশব্যাক আর আজহার ... শব্দের চমৎকার ব্যাবহার
ReplyDeletealtaf bhalo.....
ReplyDeleteVishon sundor sobkoti lekha
ReplyDeleteKhub valo legechhey.egiye jaou
ReplyDelete