বাক্‌ ১১৫ ।। প্রবীর রায়ের কবিতা




পরিচয়

কোনও চিহ্ন বহন করিনি বলে
তোমরা ধর্ম ও স্বজাতির কথা বলেছিলে
আমাকেও লুটিয়ে পড়তে হবে একদিন
মাটিতে আঁচড় কেটে
আঙুল কি লিখবে তখন অবিশ্বাসের কথাগুলো?


অনুতাপ

কাঁঠালদুপুরের কথা সোনালী আর ঘুম বাতাসিয়া
আরও টলমল করছে প্রতিরোধের ইচ্ছে
নিজের করে যাওয়া ভুলগুলোর সঙ্গেই
ক্রমে জড়িয়ে যাচ্ছে ঘাসমারা ওষুধক্রিয়া
মাঠ বলতে কিছুই নেই  সারিসারি নগরঝাউগাছ


প্রয়োগশিক্ষা

সজোরে আঘাত কর পাথরে
পানীয় কুলকুল বইবে ঠোঁটে
ধূসর ফাটল দিয়ে উঁকি দেবে নতুন
ভূমিকম্পের এরকম সাম্প্রতিক ভাবনা

মানচিত্রে গোলমেলে রঙ ব্যবহার
আর কান্নায় মুখভাঁজ অবিকল হাসির মত এরপর


শাহরিক

ঢালাইযন্ত্র নিয়ে একটা গড়িয়ে যাওয়ার শব্দ
ঠোকাঠুকির সাথে দীর্ঘ পেটাইধ্বনি
নামিয়ে রাখার ভার  তুলে নেবার হাঁকডাক
দ্রুত    ধীর
ধুলোছেঁড়া পাখিডাক


                                                          (চিত্রঋণ : Abbas Kiarostami)

3 comments:

  1. প্রবীরদা, আমাকেও লুটিয়ে পড়তে হবে একদিন
    মাটিতে আঁচড় কেটে...

    ReplyDelete
  2. পরিচয় দারুন লাগল।

    ReplyDelete
  3. সবগুলো কবিতায় এক বিয়োগের সুর! কবিতা তো আঘাতেই পোক্ত হয়, তার আঁচ সেঁকে নিই গায়ে। এভাবেই ছুঁয়ে গেল প্রবীর দা!

    ReplyDelete