কলাবাগান
কী করে নিহিত হচ্ছে কলাকৌশল ?
কলাবাগান দিয়ে যেতে যেতে
তোমার সবুজ শাড়ির কথা ভাবি
বিকেলে যেখানে রোজ তিতির পাখি নামে
আর তোমার বুকের ডাক তার কণ্ঠে শুনি
তোমার ঋতুর হ্রদে তবে ভেসে যাক
এই জন্ম আমার
কলাগাছেরা আজ একঝাঁক সবুজ কিশোরী
তর্জনী
যেতে যেতে সময় জড়িয়ে যাচ্ছে
সময়কে কি আমরাই ভালোবাসছি ?
তর্জনী উঠে যাচ্ছে ইংগিতের দিকে
তর্জনী লিঙ্গের মতো
আস্ফালন লুকোনো আছে
প্রত্যেকের মাথাতে
সময় আসলে স্বৈরিণী
আমরা তার ভাড়াটে পুরুষ
ঝাঁক ঝাঁক কইমাছ এত কলহাস্য তোলে
আমরা শুধু খুঁজে পাই তাদের আঁশহীন, মৃত
বাক্য আর শব্দের ঝোলে
ক্ষত নিয়ে সবাই জলের কাছে যাই
আবেগের ঢেউ ওঠে জলময়
আর সব গতানুগতিক, স্বপ্নবাতিক
(চিত্রঋণ : Johannes Vermeer)
দারুণ। ৩ টে কবিতায় অনবদ্য।
ReplyDeleteখুব ভালো লাগলো কবি তৈমুর খানের কবিতাগুলি।
ReplyDeleteপ্রতিটি কবিতাই ভালো লাগল
ReplyDeleteদারুণ।
ReplyDelete