বাক্‌ ১১৫ ।। খারাপ মনের মালিক ।। রূপম দে




উচ্চারণ ভুল হলে আদেশও ভুল হয়।
কিন্তু পদোন্নতি আটকে যাওয়ার ঝুঁকি নিতে নেই।
ফলে উপপাদ্য বাদ দিই উপন্যাসে হাত দিই।
বরাভয় মুদ্রার প্রাপকের মিছিলে
মরে যায় গাছ। ছায়া নয় তক্তা চাই বাজারে।

ম্যারাথনে যারা প্রথমেই এগিয়ে যায় তারা শূন্যহাতে ফেরে।
শুধু ডিগ্রীর কাগজে কিচ্ছু নেই। সহজলভ্য জিনিষটা সন্দেহযোগ্য।
সীতার কোনও লিঙ্গ নেই। মরে যেতে চায় নব্য যুবক।
হাতে পাথরমনের অস্তিত্ব খুঁচিয়ে খুঁচিয়ে
ফোঁটা ফোঁটা নিংড়ে আগেই নিয়েছিল সমাজের ঊর্ধ্বতনেরা।

গোত্র মিলিয়ে খোলস বদল হয়।
একটা শাড়ির দাম অনেক।
গোপন একটা দেখা হয় খুনের আগে।
আমরা অনেক খাই
কিন্তু রোজ বাঁচার জন্য রোজই খেতে হয়।

মুটে মজুর রাস্তায় খাটে।
চাকর পোষার মতো পশার নেই।
তাই বেড়ে গেছে বিশ্লেষণ।
ফুটেছে, ফুল পাতা ও ফলের গন্ধ শনাক্তকরণ হলে
একটা ক্ষুদ্র জীবন হোক দোমেলা নারকেলের শাঁস।

১০
অভিযোগ আজকাল বায়নার মতো।
একরাশ রক্ত মেখে এসেছি
তোমরা এখনও ভাবছ আজ বুঝি বা বসন্তোৎসব।
ভুলে গেছি কীভাবে সভ্য থাকা যায়।
একটা শাড়ির অনেক দাম পাওয়া গেছে নিলামে।


                                      (চিত্রঋণ : Rick Lewis)

No comments:

Post a Comment