বাক্‌ ১১৫ ।। র বী ন ব সু




কবিতার ব-দ্বীপ

উলুবনে মুক্তো ছড়াতে যে সময় লাগে
সেই ফাঁকে যদি কোথাও একটা ব-দ্বীপ
জেগে ওঠে, তো সেই জাগরণ
কোন কলহপ্রিয় রমণী বা কোন
পুরুষ ধর্ষককে সম্মোহিত করে কি
জানি না, যেমন জানি না
যে শব্দগুলো ছুটে আসে কবিতার শরীরে
তারা কোন ব্যাকরণ মানে কিনা?
তাদের নিজস্ব কোন পছন্দ, গোপন সম্পর্ক
কবিদের সাথে তাদের কোনরকম আঁতাত
আছে কিনা জানতে জানতে ওই ব-দ্বীপটা
সুচারু ভাবে তার আকৃতি পালটে ফ্যালে !


শিল্পের জিভ

সমস্ত আয়তন যদি কৌটোবন্দি করি
যাবতীয় অবয়ব বিসদৃশ্য জ্যামিতিক ফিগার নেয়,
সেখান থেকে যাত্রা শুরু করে বিষণ্ণ কোন বিকেল
মনখারাপের ভূগোল পেরোতে না পেরে
নিজেই কেমন নিস্তেজ হয়ে জলতলে আশ্রয় নেয় l
আমাদের সমস্ত প্রস্তুতি তখন মুখ থুবড়ে পড়ে
অসফলতার চাদরে, জরির কিংখাপ থেকে
অতলস্পর্শ সেই বিমর্ষতা ইতিউতি চাইতে চাইতে
গিরিখাদ পেরিয়ে আবার মাটির উঠোনে এসে
বাঁকাকেষ্ট হয়ে দাঁড়িয়ে থাকে l ঘরের চালে তখন
হাঘরে শিল্প নিজের জিভ নিজেই চাটে


                                                (চিত্রঋণ : Sadequain Ahmed Naqvi)

No comments:

Post a Comment