বাক্‌ ১১৫ ।। অনিকেশ দাশগুপ্ত




অলৌকিক জোনাকি

বিস্তীর্ণ আবরণ নেই কোনখানে |
অবিন্যস্ত ফুলেদের নেই বাড়ি -
এসব হয়ে উঠুক, তোমাদের
গনগনে ব্যবহারের|
নির্বাহী রোদ এসে পড়েনি বহুদিন,
এই সারসশূন্যতায়
আমাদের পরাগকালীন অবস্থান
আমাদের চন্দ্রবৃত্ত সম্পর্ক
এই অনাবশ্যক পরিমার্জন
আকাশের দিকে হয়ে উঠছে ক্রমেই
সংহত অলৌকিক একগুচ্ছ জোনাকি

                                      (চিত্রঋণ - Adolph Gottlieb)

3 comments: